E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতুর অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

২০১৪ জুন ০৮ ১৯:৪৩:০২
পদ্মা সেতুর অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার : জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে পদ্মা সেতুর উভয় পাড়ে নির্মিত অবৈধ স্থাপনা আগামী ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা পদ্মা সেতুর জায়গা দখল করেছে তাদের সে সমস্ত জায়গা খালি করে দিতে হবে। আর যারা এখনও ক্ষতিপূরণ পায়নি তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

রোববার রাজধানীর সেতু ভবনের সভাকক্ষে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-১/২ এবং মূল সেতুর এলাইনমেন্টে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ক সভায় যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দেশের ১৬ কোটি মানুষের জাতীয় সম্পদ। নিজস্ব অর্থায়নে জুলাই মাসের মধ্যেই দীর্ঘ প্রতিক্ষিত পদ্মা সেতুর চূড়ান্ত কাজ শুরু হবে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে কার্যাদেশ পাওয়া চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি তাদের লোকবল নিয়ে সংযোগ সড়কের কাজ শুরু করেছে।’

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণকে উপলক্ষ করে একটি প্রতারক চক্র লোক নিয়োগের নামে প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। লোক নিয়োগে যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগ কিংবা সেনাবাহিনীর কোনো এখতিয়ার নেই। এটি কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়। এ প্রতারক চক্রকে দমন করার জন্য আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

পদ্মা সেতু প্রকল্প এলাকার সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, বিএম মোজাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ,মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, শরীয়তপুরের জেলা প্রশাসক রামচন্দ্র দাস, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ সেতু বিভাগ ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test