E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ৩ নারী সদস্য আটক

২০১৬ জুলাই ০৯ ২০:২১:৪০
টাঙ্গাইলে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ৩ নারী সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর তিনটায় আটক করলেও কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে তিন নারী সদস্যকে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে ডিবি পুলিশ আটককৃতদের সন্ধ্যায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়ার জন্য। কিন্তু ঈদের কারণে আদালতের বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হচ্ছে, রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও নাশকতার সঙ্গে জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। পরে গভীর রাতে উপজেলার যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোড়া, মানুষ জবাই করার জিহাদি ভিডিও চিত্র ও বোমা তৈরির কলা-কৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়। আটককৃত রোজিনা বেগমের স্বামী মোখছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাখবপুর ভূতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ছোবাহার গজপুরী গ্রামে। জান্নাতীর ওরফে জেমির স্বামী আবু সাইদ ওরফে সবুজ। তার বাড়ি বগুড়ার জেলার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে। রোজিনার সঙ্গে তার দুই শিশু সন্তান এবং জান্নাতী ওরফে জেমির সঙ্গে এক শিশু সন্তান রয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতদের টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদনের শুনানি ঈদের ছুটির পর অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তিন নারী জেএমবি সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তারা জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য। তিনজনই দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও নাশকতার সাথে জড়িত। সেই সাথে তারা ঈদের আগে অথবা পরে দেশের বৃহতম বঙ্গবন্ধু সেতুটি ক্ষতি করার জন্যই সেখানে অবস্থান করেছিল।

(এমএনই/পি/জুলাই ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test