E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক হত্যা

২০১৬ জুলাই ১০ ২১:২৪:৪৭
জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক হত্যা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু অবস্থায় একজনকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ খবর জানা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। হত্যাকাণ্ডের সাথে জরিত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে হামেদ মাদবরের ছেলে সিরাজ মাদবরের সাথে সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছলেম মাদবরের ছেলেদের সাথে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে আজ রবিবার দুপুর থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় বিচ্ছিন্ন্ সংঘর্ষ হয়। বেলা আড়াইটার দিকে তোতা মাদবরের ছেলে হিরণ মাদবরকে মোটর সাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে নিহত হারন সমর্থকরা। হিরণকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এর পরে বিকেল সাড়ে ৫ টার দিকে পুনরায় সিরাজ-হারুন গং মোছলেম মাদবরের বাড়িতে হামলা করে। তখন মোছলেম মাদবরের ছেলে মান্নান, ইলিয়াস ও সোহেল বাড়ির ভেতর থেকে হামলাকারিদের প্রতিহত করার জন্য তাদের লাইসেন্স করা বন্দুক দিযে গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই হারুন মাদবর(৩০) নিহত হয়। এ সময় কাদের মাদবরের ছেলে নুরুল ইসলাম মাদবরের শরীরে বন্দুকের কয়েকটি গুলি লেগে সেও গুরুতর আহত হন। নুরুল ইসলামকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডের সাথে জরিত সন্দেহে পুলিশ সোহরাব হোসেন ও জিয়াউর রহমান নামে দুইজনকে আটক করেছে।

সেনেরচর ইউনয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা মোল্য বলেন, দীর্ঘদিন যাবৎ সাবেক চেয়ারম্যানের সাথে হামেদ মাদবরের ছেলেদের সাথে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দ্বন্দ ফ্যাসাদ চলে আসছিল। কয়েকবার শালিস বৈঠক করে তাদের মীমাংসা করার আজ(রবিবার) তারা পূনরায় মারামারি করায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমি সঠিক তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । হারুন মাদবর নামে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া একজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।। এলাকায় উত্তেজনা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে।


(কেএনই/পি/জুলাই ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test