E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ

২০১৬ জুলাই ১১ ১৯:৩৬:৪৪
পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার সকল উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে জেলার পিরোজপুর সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, জিয়ানগর, নেছারাবাদ এবং নাজিরপুর উপজেলা সদরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারহ কর্মকর্তা, আলেম-ওলামা, রিসোর্স পার্সন ,বিভিন্ন মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ১৯ জুলাই পিরোজপুর শহরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসুচী চূড়ান্ত করা হয়েছে। এদিন সকালে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, ১৩ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এসব আলোচনা সভা ও প্রশিক্ষণে সম্মানীত খতিব, ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের সকল উপজেলার শিক্ষক ও কেয়ারটেকার গন উপস্থিত থাকবেন। এছাড়া আলিয়া ও কওমী নেসাবের আলেম - ওলামা , হাফেজ ও পীর-মাশায়েখ এবং জেলা পর্যাযের ইসলামিক ফাউন্ডেশন এর সাথে সম্পৃক্ত ৫ টি সমিতির প্রতিনিধিগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর ব্যবস্থা নেয়া হয়েছে।এসব কর্মসূচিতে মন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো এবং সম্পৃক্ত করা হবে।

(এআরবি/পি/জুলাই ১১, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test