E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে  ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে নিহত ১

২০১৬ জুলাই ১২ ২১:৩৮:২১
ত্রিশালে  ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে নিহত ১

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালের কয়েক জন বিদ্যুৎ কর্মী  খুটিতে উঠে বিকল ট্রান্সফরমার মেরামতের কাজ করতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হুশু মিয়া নামক এক বিদ্যুৎ কর্মী  নিহত হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,গতকাল মঙ্গলবার দুপুরে সুইচ বেকার বন্ধ করে হুশু মিয়াসহ কয়েকজন বিদ্যুৎ কর্মী ঢাকা ময়মনসিংহ মহা সড়কের তরফদার বাড়ীর সামনের বিকল ট্রান্সফরমারের মেরামত কাজ করতে গিয়ে খুটির উপরে উঠে মেরামতের কাজ সম্পন্ন করে। কর্মরত বিদ্যুৎ কর্মী হোসেন আলী হুশু মিয়া বিদ্যুতের খুটি থেকে নামার আগেই
ত্রিশাল বিদ্যুৎ সাব ষ্টেশনের এক স্টাফ সংকেত না পেয়েই সুইচ বেকার চালু করে দিলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খুটির উপর থেকে হুশু মিয়া ছিটকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী ও বিদ্যুৎ কর্মীরা তাকে ত্রিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।ঢাকা মেডিকেলে নেওয়ার পথে বিকেলে হোসেন আলীর মৃত্যু হয়।

এলাকাবাসী জানান সাব ষ্টেশনের কর্মরত কর্মীর দায়িত্ব অবহেলার কারনে এ র্দুঘটনা ঘটেছে। ত্রিশাল আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী ওসমান গনি জানান, তরফদার বাড়ীর সামনে নষ্ট ট্রান্সফরমার মেরামতের জন্য মাষ্টার রুলে কর্মরত বিদ্যুৎ কর্মী হুশু মিয়া সহ কয়েকজন বিদ্যুৎ কর্মী লাইন বন্ধ করে কাজ করছিল। কাজ শেষে খুটি থেকে হঠাৎ হুশু মিয়া নিচে পরে গিয়ে মাথায় অঅঘাত পেয়ে মারাতœক আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ী ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডে ।






(এমএন/এস/জুলাই১২,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test