E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা রোধে কমিটি গঠিত

২০১৬ জুলাই ১৩ ১৭:০০:৫৭
ঈশ্বরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা রোধে কমিটি গঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :সারাদেশে একের পর এক জঙ্গী হামলার ঘটনায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে ময়মনসিংহের ঈশরগঞ্জে উপজেলা সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে ।

গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন । জানা গেছে, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জনমত ও সচেতনতা তৈরিতে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষাথীকেও এই কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা,উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ওসিকে সদস্য সচিব করা হয়েছে ।

মুক্তিযোদ্ধা ,রাজনীতিক সকল বিভাগীয় কর্মকর্তা, ব্যবসায়ী সমিতি, ইমাম সমিতি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদও সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই কমিটির সদস্য । তাছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রধান করে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে । পাশাপাশি জঙ্গীবাদ প্রতিরোধে ভূমিকা রাখতে উপজেলার সকল প্রাথমিক,নিু মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্টানের প্রধানকে সভাপতি করে অনুরুপ কমিটি গঠন করা হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা প্রতিরোধে ঈশ্বরগঞ্জে কমিটি গঠিত হয়েছে । এ ব্যাপারে অচিরেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ।



(এনআইএম/এস/জুলাই১৩,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test