E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে কবর থেকে ১৩ মাস পর কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

২০১৬ জুলাই ১৩ ২০:৪৭:৩০
গাজীপুরে কবর থেকে ১৩ মাস পর কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে ১৩ মাস পর শারমিন সরকার নামে এক কলেজ ছাত্রীর লাশ  কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার দুপুরে গাজীপুরের জোলারপাড় এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জোলারপাড় এলাকার আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে শারমিন সরকার গাজীপুর সরকারি মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। লাশ উত্তোলনের সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, পারসিয়া সুলতানা ও মো.রাসেল মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

নিহতের মা সুফিয়া সরকার জানান, তার মেয়ের জিহ্বার গোরায় সিষ্ট থাকার কারণে গত বছরের ৩০ মে চিকিৎসার জন্য ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খানকে দেখান। তিনি অভিযোগ করেন, অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান তার মেয়ের অপারেশন নিজে করবেন বলে প্রতিশ্রুতি দিলেও অপারেশনের সময় তিনি অনুপস্থিত ছিলেন। তার সহকারী ডা: আবুল হোসেনকে দিয়ে অপারেশন করান। অপারেশনের প্রি-অপারেটিভ চেকআপ, এনেসথেসিয়া করার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। এক পর্যায়ে তার ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তার মেয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তার মেয়ের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে ১৩ জুন রাত ১০টার দিকে শারমিন মারা যায়।

এ ঘটনায় নিহতের মা মোসা: সুফিয়া সরকার বাদি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান, ডা: মোঃ আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএ করিম, একই বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: ফাইজুল ইসলাম চৌধুরীকে আসামি করে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একই বছরের ২ আগষ্ট একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শারমিনের মা মোসা: সুফিয়া সরকার ওই চার চিকিৎসকদের শাস্তির দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরে কর্তৃপক্ষ তদন্ত শেষে চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন জানান, ঢাকার সিএমএম আদালতের নির্দেশক্রমে ময়না তদন্তের জন্য কবর থেকে শারমিনের লাশ উত্তোলন করা হয়েছে।


(আরএইচ/এস/জুলাই১৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test