E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে আহত অর্ধশতাধিক

২০১৬ জুলাই ১৪ ১১:৪৭:৫৫
মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে আহত অর্ধশতাধিক

মাদারীপুর প্রতিনিধি :ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হেমিল্টন ব্রীজের গোড়ায়  জুয়া খেলাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করে।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হেমিল্টন ব্রীজের গোড়ায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ জুয়াড়ীরা জুয়া খেলে আসছিল।

বুধবার দুপুরে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের টিপু বাঘা নামে এক যুবক তিনতাস খেলার প্রতিবাদ করলে তাকে মারপিট করে মারাত্মক আহত করে।

এখবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী ঘোষালকান্দি ও পূর্বসরমঙ্গলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংর্ঘষ বাধে। এসময় উভয় পক্ষেও অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে।

(এএসএ/এস/জুলাই১৪,২০১৬)
(এএসএ/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test