E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত দিনে নির্মিত এলজিইডি’র ব্রিজ বিধ্বস্ত হয়ে ট্রাক খালে

২০১৬ জুলাই ১৪ ১৪:২৭:২৯
সাত দিনে নির্মিত এলজিইডি’র ব্রিজ বিধ্বস্ত হয়ে ট্রাক খালে

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):সাত দিনের মধ্যে নির্মাণ করা এলজিইডি’র ব্রিজ বিধ্বস্ত হয়ে বালু বাহী ট্রাক খালে। আগৈলঝাড়া-ডাসার, মাদারীপুরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মাদারীপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক বাশাইল যাবার সময় উপজেলার সীমান্তবর্তি মাগুড়া ব্রিজ অতিক্রমকালে আয়রণ ষ্ট্রাকচার ব্রিজটি বিদ্ধস্থ হয়ে ট্রাকসহ খালে পড়ে। এসময় ট্রাকের চালক, হেলপার ও শ্রমিকেরা লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে।

সূত্র মতে, জোট সরকারের আমলে ২০০৩ সালে সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের আমন্ত্রনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আগৈলঝাড়া থেকে এই সড়ক দিয়ে মাদারীপুর যাবার জন্য সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই সড়কে এলজিইডি’র অর্থায়নে এক সপ্তাহের মধ্যে তড়িঘড়ি করে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজ বিধ্বস্ত হওয়ায় আগৈলঝাড়া উপজেলার সাথে মাদারীপুরের কালকিনী, ভুরঘাটা, ডাসার এর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক বন্ধের কারণে যান চলাচল বন্ধসহ হাজার হাজার জনগন চরম দুর্ভোগে পরেছে।

খবর পেয়ে সওজ’র কার্য সহকারী রুস্তুম মোল্লা ঘটনাস্থলে যান। তিনি জানান, ব্রিজটি তাদের নয়, এলজিইডি বিভাগের। তবে এখন তাদের বিভাগের আওতায় ব্রিজটি নির্মিত হতে পারে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্বল্প সময়ে ত্রুটিপূর্ণ নির্মাণ আর ভারি যানবাহন চলাচলের জন্য ব্রিজটি বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও জানান, এলজিইডি বিভাগ থেকে ওই সময়ে ব্রিজ নির্মাণ করা হলেও এখন সড়কটি সওজের আওতায় হওয়ায় তাদের বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


(টিবি/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test