E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় উল্টো রথযাত্রা উৎসব পালন

২০১৬ জুলাই ১৪ ১৬:২৩:২০
আগৈলঝাড়ায় উল্টো রথযাত্রা উৎসব পালন

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের কড়া নিরাপত্তায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত ৪কি.মি রথ টেনে নিয়ে আসেন।

উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেবের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। গৈলা ইউনিয়নের রথখোলার রেকর্ডিও ১২শতক জায়গায় দখলের পরে স্বাধীনতা পরবর্তি সময়ে স্থানীয়দের উদ্যোগে প্রথম বারেরমত উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

এছাড়াও উপজেলার রথবাড়ি নামক স্থানে রথযাত্রা উৎসব পালন হয়েছে। এউপলক্ষে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠের মেলায় আগত লোকজন কেনাকাটা করে।

(টিবি/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test