E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২০১৬ জুলাই ১৪ ১৯:০১:৩২
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি : “ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যে আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৫লাখ ১২হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় ভটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর সফল বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ এ তথ্য জানান।

সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় আরো জানানো হয়, শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী ১৬ জুলাই টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৩হাজার ১৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩হাজার ৫শ শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ৪লাখ ৫৮হাজার ৫শ শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

কর্মশালায় জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

(এমএনআই/এএস/জুলাই ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test