E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামগঞ্জ-দূর্গাপুর-বিরিশিরির সম্পূর্ণ রাস্তাই অচল

২০১৬ জুলাই ১৪ ২২:০২:১২
শ্যামগঞ্জ-দূর্গাপুর-বিরিশিরির সম্পূর্ণ রাস্তাই অচল

মুশফিক মাসুদ, নেত্রকোনা থেকে : নেত্রকোণার শ্যামগঞ্জ-দূর্গাপুর-বিরিশিরি সড়কটির প্রায় ৩৭ কিলোমিটার অংশই একবারেই ভেঙ্গে পড়ায় ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীসহ চালকরা। গুরুত্বপূর্ণ এই সড়কের প্রায় অংশেই বড় বড় গর্ত-খানাখন্দকে পরিণত হয়ে জনদূর্ভোগের শিকার হচ্ছে এ অঞ্চলের জনসাধারণসহ যাত্রীরা ।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১২-২০১৩ অর্থবছরে প্রায় ৩৭ কিলোমিটার সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল নেত্রকোনা সওজ। ৫টি ছোট সেতু , ১০টি কালভার্টসহ ৮০ কোটি টাকা ব্যয়ে এ কাজও করা হয়েছিল। ১২ ফুট প্রস্থ সড়ককে বাড়িয়ে ১৮ ফুট করা হয়। কিন্তু সংস্কারের দেড় বছরের মাথায় সড়কের কার্পেটিং উঠে শুরু হয় ছোট বড় গর্ত। আর বর্তমানে সড়কটির এক তৃতীয়াংশই চলাচলের অনুপযোগী।

এভাবেই প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে নেত্রকোণার শ্যামগঞ্জ-দূর্গাপুর-বিরিশিরি সীমান্ত সড়কে চলাচল করছে কয়েক হাজার যানবাহন। অতিরিক্ত লোড নিয়ে গাড়ী চলাচল আর দীর্ঘদিনেও সঠিকভাবে নির্মাণ ও সংস্কার কাজ না হওয়ায় শ্যামগঞ্জ-বিরিশিরি বানিজ্যিক সড়কের ৩৭ কিলোমিটার রাস্তাই পরিণত হয়েছে এখন মরণফাঁদে।

প্রতিদিন এই সীমান্ত উপজেলার সড়কে চলাচল করে এক থেকে দেড় হাজার বালি ও কয়লা বোঝাই ট্রাক। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কে চলাচল করছে শতাধিক যাত্রীবাহী যানবাহন। সড়কের পুরোটাই জুড়ে খানাখন্দ থাকায় যাত্রীরা দ্বিগুণ সময়েও পৌঁছতে পারছেন না গন্তব্যে । প্রায় প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনাও।

নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খানের সাথে যোগাযোগ করলে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ৩১৬ কোটি টাকা খরচের বাজেট ধরে জানুয়ারি মাসে একটি প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে একটি টিম রাস্তা পরিদর্শন করে গেছে। পুরো রাস্তাটির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত এখন প্ল্যানিং কমিশনে রয়েছে । তিনি রাস্তাটি দ্রুত নির্মানের আশ্বাস দেন ।

অনগ্রসর ও পশ্চাৎপদ যোগাযোগ ব্যবস্থার জন্য পিছিয়ে পড়েছে নেত্রকোণা। তাই এ জেলার মানুষ চায় জরুরী ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থার সময়োপযোগী উন্নয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অবিলম্বে রাস্তাটি নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা চালক, যাত্রী, এলাকাবাসী।







(এমএম/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test