E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে টার্গেট ৩ লাখ ৩৬ হাজার শিশু

২০১৬ জুলাই ১৫ ১৪:০৪:০৯
বরিশালে টার্গেট ৩ লাখ ৩৬ হাজার শিশু

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলা ও মহানগর এলাকার ৩ লাখ ৩৫ হাজার ৯৩০ শিশুকে আজ শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন ও সিটি কপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন বলেন, আজ ১৬ জুলাই (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৭৫৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এবং ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে। তিনি আরও বলেন, জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ১৫৫টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জনের এ কর্মসূচী বাস্তবায়ন করতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৬ হাজার ৪৬৫ জন কর্মী।

অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান বলেন, শনিবার কর্পোরেশনের আওতাধীন ২২০টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৪৭ হাজার ১৭৫ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৪২ হাজার ৪২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের ৬৯০জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন। এছাড়াও ভ্রাম্যমান জনগোষ্ঠির জন্য বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাটে কেন্দ্র থাকলেও বাড়ি বাড়ি গিয়ে এই ক্যাপসুল খাওয়ানো হবে। মতিউর রহমান আরও বলেন, কোনো শিশু চার মাসের মধ্যে এ ক্যাপসুল খেয়ে থাকলে অথবা অসুস্থ্য থাকলে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে না। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।



(টিবি/এস/জুলাই১৫,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test