E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ঝুঁকিপূর্ণ ব্রিজ ধ্বসে প্রাণহানীর আশংকা

২০১৬ জুলাই ১৫ ১৪:০৬:২৪
বরিশালে ঝুঁকিপূর্ণ ব্রিজ ধ্বসে প্রাণহানীর আশংকা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):অধিক ঝুঁকিপূর্ণ একটি আয়রন ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে তিনটি গ্রামের স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ এবং বিনোদনমূলক শাহী ৯৯ পার্কের ভ্রমনপিপাসু নারী-পুরুষ ও শিশুদের। যেকোন সময় এ ব্রিজটি ধ্বসে পরে প্রাণহানীর আশংকা করছেন ভূক্তভোগীরা। ব্রিজটির অবস্থান বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায়।

স্থানীয়রা অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটি সহ ওই এলাকার জনগুরুত্বপূর্ণ প্রায় দেড় এক কিলোমিটারের খানাখন্দের ইটের সলিং রাস্তাটি কাপের্টিং করার জন্য স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদীর বাটাজোর বন্দরের উত্তর-পশ্চিম পাশের বাটাজোর-দেওপাড়া ও লক্ষণকাঠী সড়কের প্রবেশ পথে দীর্ঘদিন পূর্বে খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। অনেক আগেই ব্রিজের অধিকাংশ স্লাব ধ্বসে পরেছে। স্থানীয়রা কাঠের গুড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনরকম ব্রিজটি দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিসহ এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন পূর্বে নির্মিত আয়রন ব্রিজটি দিয়ে প্রতিদিন তিনটি গ্রামের শিক্ষার্থী, এলাকাবাসীসহ লক্ষণকাঠী দেওপাড়া গ্রামে নির্মিত বিনোদনমূলক শাহী ৯৯ পার্কে আসা কয়েক হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে যেকোন সময় ব্রিজটি ধ্বসে পরে বড় ধরনের প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে। তারা আরও জানান, ব্রিজটি যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে তেমনি ব্রিজের গোড়া থেকে শাহী ৯৯ পার্ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের জনগুরুত্বপূর্ণ ইটের সলিং রাস্তাটি খানাখন্দে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। খানাখন্দের ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী এবং পার্কে আসা বিনোদন প্রেমিদের চরম ভোগান্তিসহ ছোট বড় দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।

সূত্রে আরও জানা গেছে, এবারের ঈদ-উল ফিতরের দিন থেকে পার্কে আসা দর্শনার্থীদের উপচেপরা ভিড়ে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ধ্বসে পরে প্রাণহানীর আশংকা দেখা দেয়। উপায়অন্তুর না পেয়ে ঈদের দিন থেকে পরবর্তী পাঁচদিন ব্রিজ ধ্বসের দূর্ঘটনা এড়াতে ব্রিজের গোড়ায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা যানবাহন চলাচল বন্ধ করে পার্কে আগত দর্শনার্থীদের অল্প অল্প করে ব্রিজ দিয়ে পারাপার করার কারণেই এ যাত্রায় ব্রিজ ধ্বসের দূর্ঘটনার হাত থেকে রক্ষা মেলে। ভূক্তভোগীরা জরুরি ভিত্তিতে খালের ওপরের অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজ ও খানাখন্দের ইটের সলিং রাস্তাটি কার্পেটিং করার জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




(টিবি/এস/জুলাই১৫,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test