E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না.গঞ্জের বন্দর উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

২০১৪ জুন ০৯ ১০:৩২:৫৬
না.গঞ্জের বন্দর উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ উপজেলার কেন্দ্র ৫০টি। মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার ১২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ১৮২ ও নারী ভোটার ৪৯ হাজার ১৯১ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিদ্রোহী প্রার্থী হাজী নুরুদ্দিন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ, বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান, আবুল জাহের, ইসলামী আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ আলী ও আওয়ামী লীগকর্মী জহিরুল ইসলাম।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অব্যাহত রাখার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান জানান, ছয় শতাধিক পুলিশ সদস্য ও পাঁচ শতাধিক আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test