E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ১

২০১৬ জুলাই ১৬ ১৩:০৬:২৭
গৌরীপুরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রীকে মুক্তিপণের দাবিতে অপহরণের ৪১দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে পূর্বধলা উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী নারগিস আক্তারকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ।

শুক্রবার (১৫ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মুর্শেদুল হাসান খান জানান, যে সকল নাম্বার থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল এসব মোবাইল ফোনের কললিস্ট নিয়ে ভিকটিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিকটিমের বাবা মোঃ কামাল মিয়া জানান, তাঁর মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী ৪জুন মাদরাসায় যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। ৫ তারিখেই থানায় সাধারণ ডায়রী করেন। ১৭জুন তারিখে ২টি নাম্বার থেকে মোবাইলে গাজীপুরে মেয়ে আছে বলে জানায়। ওই দিনেও জিডি করেন। এরপরও মেয়ের সন্ধান না পেয়ে মুক্তিপণ চাওয়ায় ২৮জুন তারিখে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোরশেদুল হাসান খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় জোরপুর্বক অপহরণের সহায়তায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভিকটিম উদ্ধারের জন্য মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চলছে।



(এসআইএম/এস/জুলাই১৬,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test