E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিল্কি হত্যা : অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি

২০১৪ জুন ০৯ ১০:৪৫:০৮
মিল্কি হত্যা : অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মালায় অভিযোগপত্রে হত্যার মূল আসামি বাদ পরায় অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছেন মামলার বাদী রাশেদ হক খান মিল্কি।

সংশ্লিষ্ট জিআর সেকশনে সোমবার সকাল ১০টা ২০মিনিটে এ নারাজি দেওয়া হয়। এ বিষয়ে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার বাদী রাশেদ হক থান মিল্কি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপনের মাধ্যমে আদালতে নারাজি দেন।

অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজিতে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা মামলাটি ভিন্নদিকে প্রভাবিত করতে মূল আসামিদের নাম অভিযোগপত্রে উল্লেখ করেননি।

নারাজিতে আরও বলা হয়, একটি প্রভাবশালী মহলের চক্রান্তে মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে।

বাদীর দাবি, মামলাটি সুষ্ঠু তদন্ত করে মিল্কি হত্যার মূল আসামিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

২০১৪ সালের ১৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী কমিশনার কাজেমুর রশিদ ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে অভিযুক্ত ১১ আসামি হলেন- সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী।
গত বছরের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণিবিতানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে কিলাররা তাকে হত্যা করে বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test