E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই বছর পার

বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

২০১৬ জুলাই ১৮ ১৬:২২:৪২
বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে বড়লেখা-শাহবাজপুর সড়কের উত্তর বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে ছাত্র-শিক্ষক, গভর্নিং বডি, অভিভাবকসহ বড়লেখার আপামর জনসাধারণ। এ সময় প্রায় দুই ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী। সহকারী অধ্যাপক জাহেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর ও প্রাক্তন ছাত্র তাজ উদ্দিন, কলেজের প্রাক্তন ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম, কলেজের ছাত্র ও ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি ইমরান আহমদ প্রমুখ।

মানববন্ধন শেষে বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরে এলে বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণের ঘোষণা দেন। কিন্তু এতদিনেও বড়লেখা ডিগ্রি কলেজটি সরকারি হয়নি। সম্প্রতি দেশের ১৯৯টি বেসরকারি কলেজ সরকারিকরণের একটি তালিকা প্রকাশিত হয়। এ তালিকায় বড়লেখা ডিগ্রি কলেজের নাম না থাকায় স্থানীয়ভাবে হতাশার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৯৮৬ সালের ১০ জুলাই বড়লেখা উপজেলায় সর্ব প্রথম এই কলেজ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে এ কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে জাতীয়করণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের ৩১ জুলাই সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন সম্পন্ন করেন পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ও উপ-পরিচালক (কলেজ-১) আবু সুলতান মো: এ কে সাব্রী।
পরিদর্শন প্রতিবেদন সুত্রে জানা যায়, ৩ একর ৬২ শতাংশ ভূমির ওপর স্থাপিত বড়লেখা ডিগ্রি কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯৯০ সালের ১ মার্চ স্নাতক (পাস) পর্যায়ে এবং ১৯৯১ সালের ১ মার্চ এমপিও ভুক্ত হয়। সরকারিকরণের সবধরণের অবকাঠামো বিদ্যমান। এরপর দেড় বছর ধরে রহস্যজনক কারণে বড়লেখা ডিগ্রি কলেজ সরকারিকরণ কার্যক্রম পরিদর্শন প্রতিবেদনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সরকারিকরণের উদ্দেশ্যে কলেজ পরিদর্শন হয়েছে। এরপর আর কোনো নির্দেশনা পাননি। সম্প্রতি দেশের ১৯৯টি বেসরকারি কলেজ সরকারিকরণের তালিকায় বড়লেখা ডিগ্রি কলেজ না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমরা দ্রুত সকলের প্রিয় এই প্রতিষ্ঠানকে সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

(এলএস/এস/জুলাই ১৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test