E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গীবাদ সন্ত্রাসী হামলা নির্মূলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

২০১৬ জুলাই ১৮ ১৭:১০:৪০
জঙ্গীবাদ সন্ত্রাসী হামলা নির্মূলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :দেশে বিদ্যমান  জঙ্গীবাদ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ  উপাচার্যের কার্যালয়ে এক আলোচনা সভা  ও জঙ্গীবাদ ও সন্ত্রাসী হামলার প্রতিরোধে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিষ্ট্রার আমিনুল ইসলাম, সুব্রত কুমার দে,হাবিবুর রহমান, নজরুল ইসলাম,ছাইফুল ইসলাম,সোহেল রানা প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সভাপতির বক্তব্যে বলেন, ‘মূলত দুই ধরণের ধর্ম প্রচার লক্ষ্য করা যায়। মসজিদ ভিত্তিক ও ধর্মগ্রন্থ ভিত্তিক। মসজিদ ভিত্তিক প্রচার অপেক্ষাকৃত তারল্যপ্রধান কিন্তু ধর্মগ্রন্থ ভিত্তিক প্রচার যেহেতু লিপিবদ্ধ তাই এদিক সেদিক করার সুযোগ থাকে না। এই লক্ষ্যে ধর্মগ্রন্থ ভিত্তিক প্রচার করলে এবং মাতৃভাষায় অনূদিত বইয়ের মাধ্যমে ইসলামের সঠিক প্রচার করলে ভুল বোঝাবুঝি কম হবে।’

তিনি আলোচিত বিভিন্ন বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হবে এবং প্রত্যেক ভবনে অন্তত একজন করে নিরাপত্তা প্রহরী বাড়ানো হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি হয়, তবে আরও বেশি করার ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করা হবে। যেসকল শিক্ষার্থী পরপর চারদিন ক্লাসে অনুুপস্থিত থাকবে তাদের তালিকা তৈরি করে আগামী ২৩ জুলাই জেলা প্রশাসনে পাঠানো হবে।

তিনি আরও বলেন শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরও উপস্থিতি নিশ্চিত করা হবে।। জঙ্গীবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের লক্ষে আগামী ২৬ জুলাই মঙ্গলবার বেলা ১১:০০ ঘটিকায় এক সমাবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানকে আহবায়ক সোহেল রানাকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।







(এমএন/এস/জুলাই ১৮,২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test