E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ-৩  জাতীয় সংসদ উপ নিবার্চনে নৌকা বিজয়ী

২০১৬ জুলাই ১৯ ১৩:০৯:২০
ময়মনসিংহ-৩  জাতীয় সংসদ উপ নিবার্চনে নৌকা বিজয়ী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপনির্বাচন সোমবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ নৌকা প্রতীকে ১লক্ষ ১৯হাজার ৪শ ৩৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন শামছুজ্জামান জামাল পেয়েছেন ৪হাজার ৩শ ৭২ ভোট।

উক্ত আসনে এমপি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র বিএনপি নেতা হাফেজ আজিজুল হক ১হাজার ২৩ ভোট, ন্যাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন ৬শ ৬৯ ভোট, ইসলামী ঐক্যজোটের নেতা আবু তাহের খান ৬শ ৮৮ ভোট। শতকারা ৫৬দশমিক ১২ভাগ ভোট কাস্ট হয়েছে।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের খবর একটি বেসরকারি টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়ায় নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করে।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ২শ ৩৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৮৭ টি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। তন্মধ্যে ১২ জন ছিল অস্ত্রধারী।

এছাড়াও প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।



(এসআইএম/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test