E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দৈনিক ৮৭ টাকা বেতনেকি দিন চলে?  প্রশ্ন চা শ্রমিকদের

২০১৬ জুলাই ১৯ ১৬:০৬:২৭
দৈনিক ৮৭ টাকা বেতনেকি দিন চলে?  প্রশ্ন চা শ্রমিকদের

মৌলভীবাজার প্রতিনিধি :আমাদের ঘাম ঝরানো শ্রমে টিকে আছে এ দেশের চা শিল্প, আর আমারাই এ সমাজের সবছেয়ে অবহেলিত ও নিম্ন শেণির গরিব মানুষ ।  স্বাধীনতার ৪৭ বছর পর এখনো রাষ্ট্র স্বীকৃত অধিকার থেকে আমরা বঞ্চিত। নেতাদের কাছে হাত না পাতলে চলবেনা আর আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই,আমাদের চাওয়া পাওয়া থাকবেই। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও আমাদের মাথা পিছু আয় বাড়েনি বেড়েছে ব্যায় ।

কর্তৃপক্ষের অবহেলা আর দু বেলা ভাত জুটাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত এ শিল্পের সাথে সংশ্লিষ্ট চা শ্রমিকদের। চায়ের পাতা কুড়ানোর সময় শরীরের বিভিন্ন জায়গায় জুক প্রবেশ করলে রক্ত ঝরে পড়লেও বলতে পারিনা কাজের চাপে । প্রতিদিন ভোর বেলা উঠে এতো পরিশ্রম করার পরও কি দৈনিক ৮৭ টাকা বেতনে কি দিন চলে?

দীর্ঘ হতাশা আর অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করে এভাবেই নিজেদের কষ্টের কথাগুলো বললেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগড় চা বাগানের চা শ্রমিক নাড়ায়ন বাউরী।

গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সাথে চা শ্রমিকদের মতবিনিময় সভায় চা শ্রমিকরা তাদের নানান কষ্ট ও দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় আগামী দূর্গা পূজা উৎসবকে সামনে রেখে বাগানের ভাঙ্গা মন্দির নির্মাণে চেয়ারম্যানের কাছে সহযোগিতাও চান চা শ্রমিকরা। এ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও বিজয়ী চেয়ারম্যানের পক্ষে প্রেমনগর চা বাগানের চা শ্রমিকরা গুরুত্তপূর্ন ভুমিকা রাখেন। বিজয়ী হয়ে চেয়ারম্যানও কথা রাখেন এবং তাদের সাথে নির্বাচন পরবর্তি খোজ খবরও নেন।

সেই ধারাবাহিকতায় বিজয়ী চেয়ারম্যান চা শ্রমিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। আজ বিকালে প্রেমনগর চা বাগানের মন্দিরের সামনের মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় চা শ্রমিকদের নানান দু:খ কষ্টের কথা মনদিয়ে শুনেন চেয়ারম্যান গোলাম মোস্তফা।

মতবিনিময় সভায় অন্যান দের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক সামছুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ছুরুক মিয়া লন্ডনী ।

চা শ্রমিক রজ নায়েকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বলা সিংহ ভূমিজ,বাগান সর্দার সূর্য কুমার,নারায়ন পাশী,লাল মোহন ভূমিজ,লখাই বাউড়ী,অরিচরন দাশ ও নোরেশ গোয়ালা প্রমুখ।




(একে/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test