E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগার থেকে মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন নেছা

২০১৬ জুলাই ১৯ ১৮:৪৯:২৬
কারাগার থেকে মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন নেছা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ওয়াহিদুন নেছা নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শতবর্ষী এক নারী বন্দি মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে এ নারী বন্দিকে মুক্তি দেয়া হয়।

ওয়াহিদুন নেছা চাঁদপুরের মতলব থানার জোড়াখালী গ্রামের সালামত প্রধানের স্ত্রী। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার সুব্রত কুমার বালা জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে) গত ২৯জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসেন।

এ সময় যে সকল বন্দি বয়সের ভারে নূজ্য হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন এ রকম বন্দিদের একটি তালিকা প্রধান বিচারপতিকে দেয় করা কর্তৃপক্ষ। এ সময় প্রধান বিচারপতি কিছু বন্দির সঙ্গে কথাও বলেন। এদের মধ্যে মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন শতবর্ষী বৃদ্ধা ওয়াহিদুন নেছাও। তার কথা শুনে বয়স ও আচার আচরণ বিবেচনায় কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পরে কারা কর্তৃপক্ষ বিচার বিভাগে আপিল করলে সোমবার প্রধান বিচারপতি সাজা মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন। পরে সোমবার রাত ১১টার দিকে এ সংক্রান্ত একটি আদেশের কপি কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় ওয়াহিদুন নেছার ছেলে-মেয়ে ও পুত্রবধূরা কারা ফটকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় ২০০০ সালের ১৪ মে চাঁদপুর জেলা ও দায়রা জজ একই পরিবারের ১৬ আসামির মধ্যে ১২ জনকে মৃতুদণ্ড ও ওয়াহিদুন নেছাসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে, তা খারিজ করেন হাইকোর্ট। পরে নির্ধারিত সময়ের ৪৭০ দিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে, তাও খারিজ হয়ে যায়। ফলে কারাগারই হয় ওয়াহিদুন নেছার শেষ ঠিকানা। পরে তাকে ২০০৭ সালের ২৩ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়। ইতোমধ্যে তিনি ১৬ বছর সাজা ভোগ করেছেন।

(আরএইচ/এএস/জুলাই ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test