E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভুলু

২০১৬ জুলাই ১৯ ২১:৪১:৪১
বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভুলু

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, ওইদিন (সোমবার) দুপুরে মন্ত্রণালয় থেকে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। সূত্রমতে, আলতাফ হোসেন ভুলু দীর্ঘ ৫৪ বছর দলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ১৯৬২ সালে আইউব খান বিরোধী আন্দোলন, ৬ দফা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৭ সালে নির্বাচিত হন বৃহত্তর বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিন (১৯৭১ সালের ১৫ আগস্ট) বরিশালে প্রথম মিছিল বের করেন আলতাফ হোসেন ভুলু। ফলশ্রুতিতে ওইবছরের ১৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ৩৪ মাস কারবন্দী ছিলেন প্রবীণ এ নেতা। এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ১৯৮৬ সালে ১৪ মাস তিনি কারাভোগ করেছেন।

উল্লেখ্য, বরিশাল জেলা পরিষদের প্রথম প্রশাসক ডাঃ মোকলেছুর রহমানের মৃত্যুতে পদটি খালি হলে আলতাফ হোসেন ভুলুকে এই পদে নিয়োগ দেয়া হয়।



(টিবি/এস/জুলাই ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test