E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের  প্রতিবাদ সভা

২০১৬ জুলাই ২০ ১৬:৪২:০৫
আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলনের  প্রতিবাদ সভা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বিতর্কিত জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল এবং হিন্দুত্ববাদী, নাস্তিকবাদী পাঠ্যবই সংশোধনের দাবিতে দেশের অন্যান্য স্থানের মত গতকাল বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বাকালের পয়সাহাট, বাগধা ইউনিয়নের বাগধা বাজার, রতœপুর ইউনিয়নের দুশমী বাজার, গৈলা ইউনিয়নের রথখোলা ও রাজিহার ইউনিয়নের মাগুরায় একই সময়ে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তরা বিতর্কিত জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল এবং হিন্দুত্ববাদী, নাস্তিকবাদী পাঠ্যবই সংশোধনের দাবিসেহ শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক মাহামুদ হাওলাদার, সাবেক সভাপতি আবু ইসহাক আশরাফী, মুফতী মইনুল ইসলাম, আ.কাদের মিয়া, হাফেজ শাহজাহান, আসাদ ফকির, বাদল মোল্লা, হাফিজুর রহমান, জাহাঙ্গীর বেপারী, শাহিন সেরনিয়াবাত, কারী আ.মান্নান, রেজাউল করিম, জালাল আকন প্রমুখ। সভায় বক্তব্যরা বিতর্কিত জাতীয় শিক্ষানীতি-২০১০, শিক্ষা আইন-২০১৬ বাতিল ও পাঠ্যবইয়ের সংশোধনের দাবী জানান।



(টিবি/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test