E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে অপহৃতা স্কুল ছাত্রী পটুয়াখালীতে উদ্ধার

২০১৬ জুলাই ২০ ১৬:৫৬:৫৬
বরিশালে অপহৃতা স্কুল ছাত্রী পটুয়াখালীতে উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর রূপাতলী থেকে অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে পটুয়াখালীর বড় গোপালদি এলাকা থেকে নারী অপহরণকারীকে গ্রেফতারসহ অপহৃতা স্কুল ছাত্রী সুমাইয়া তানজিলাকে উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অপহৃতা স্কুল ছাত্রী রূপাতলী হাউজিং এলাকার আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার সহকারী পরিচালক ও রূপাতলীর হাউজিং এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের কন্যা।

এসআই আরও জানান, একই মাদ্রাসায় শিক্ষিক পটুয়াখালীর বড় গোপালদি গ্রামের সানু ভূইয়ার কন্যা আসমা আক্তার সুখী (২৬) স্কুল ছাত্রী সুমাইয়া তানজিলাকে গত ১৭ জুলাই অচেতন করে তাদের (তানজিলা) বাসা থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫১ হাজার টাকা লুট করে কৌশলে অচেতন স্কুল ছাত্রীকে অপহরণ করে লাপাত্তা হয়।

এ ঘটনায় ওইদিন অপহৃতার পিতা শফিকুল ইসলাম বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে সুখীর নিজ গ্রামে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেফতার এবং লুট করে নেয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত অপহরকারী আসমা আক্তার সুখীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

(টিবি/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test