E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় চার ছাত্রসহ পাঁচজন নিখোঁজ

২০১৬ জুলাই ২০ ২১:৩১:৪৪
সাতক্ষীরায় চার ছাত্রসহ পাঁচজন নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার চার ছাত্রসহ পাঁচ  যুবক বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তিনজনের  বয়স ১৫ থেকে  ৩০ এর মধ্যে।  একজনের   বয়স ৩৮। নিখোঁজদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় , একজন কলেজ,একজন স্কুল ছাত্র, একজন মাদ্রাসা ছাত্র ও অপরজন জীবন বীমার কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে নিখোঁজদের মধ্যে শ্যামনগর ও কলারোয়া উপজেলায় দু’জন করে এবং তালায় একজন রয়েছে। তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরী করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলার পরানপুর গ্রামের হাবিব হোসেন সুজন ( ১৬) ছয় মাস যাবৎ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে।

তার বাবা জলিল গাজি জানান, সুজন পরানপুরের এ রউফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি আরও জানান, একই দিনে একই সময়ে তার ভাতিজা শাকিল হোসেন দোলন (১৭) বাড়ি থেকে নিখোঁজ হয়। শাকিল পরানপুরের দাউদ গাজির ছেলে। এবার এসএসসি পাস করে শাকিল শ্যামনগর সরকারি মহসিন কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়। শাকিল থাকতো শ্যামনগরের বাধঘাটা গ্রামে। আবদুল জলিল জানান, তারা দুই ভাই একদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। আব্দুল জলিল গত ১২ জুলাই এ ব্যাপারে শ্যামনগর থানায় দ্জুনের নিখোঁজ হবার বিষয়ে সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং ৩৩৬)

এদিকে কলারোয়ায় নিখোঁজ ব্যক্তির নাম মওলানা জাকির হোসেন ( ৩৮)। তিনি গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। জাকিরের মা নাসরিন খাতুন জানান, তার ছেলে কলারোয়ায় পপুলার লাইফ ইনুস্যুরেন্সে চাকরি করতেন। এরপর মাস ছয়েক আগে কক্সবাজার যাবার কথা বলে বাড়ি থেকে চলে যায় সে। আজও তার কোনো সন্ধান মেলেনি । এ বিষয়ে নাসরিন খাতুন কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

একইভাবে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মাছুরা খাতুন জানান, তার স্বামী আজগার আলী একজন দিনমজুর। ছেলে আব্দুল কাদের মুরারীকাটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র (১৬)। মাস পাঁচেক আগে সাতক্ষীরায় যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়। দীর্ঘদিন ফিরে না আসায় বা বাড়িতে যোগাযোগ না রাখায় বাধ্য হয়ে তিনি গত ১০ জুলাই থানায় সাধারণ ডায়েরী করেছেন।

এদিকে তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের ছাত্র রাশেদ গাজি (২৪) গত ২০জুন থেকে নিখোঁজ রয়েছে। রাশেদ ওই গ্রামের আব্বাস গাজির ছেলে। আব্বাস জানান, তার ছেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন বিভাগের ছাত্র। যশোর শহরের কদমতলার একটি ছাত্রাবাসে থাকতো সে । সেখান থেকে রাশেদ নিখোঁজ হয়।

তিনি বলেন, এ ব্যাপারে তিনি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ছেলের সন্ধান চেয়ে তিনি সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন ।

(আরএনকে/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test