E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাইফেলের গুলি উদ্ধার

আগৈলঝাড়ায় ঘরের মধ্যে তিনটি কবর,আটক ২

২০১৬ জুলাই ২১ ১৪:৪৩:৫৭
আগৈলঝাড়ায় ঘরের মধ্যে তিনটি কবর,আটক ২

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় একটি ঘরের মধ্যে রহস্যজনকভাবে গভীর করে তিনটি কবর খোঁড়ার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের ফজলুল হক সরদারের ঘরের তিন বারান্দায় রহস্যজনকভাবে গভীর করে তিনটি কবর খোঁড়া হয়। কবরগুলো ৫ থেকে ৬ ফুট লম্বা, তিন ফুট চওড়া ও অন্তত ৬ফুট গভীর ছিল। জনবহুল ওই বাড়িতে ঘটনা স্থানীয়রা জানতে পেরে বুধবার রাতে পুলিশে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর খোঁড়ার সত্যতা পেয়ে ফজলুল হক ও তার বোন মহিতুন্নেসাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ওই ঘর থেকে রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, এজন মহিলার পক্ষে এত গভীর করে তিনটি কবর খোড়া সম্ভব নয়। তবে এর পিছনে কি কারণ রয়েছে তা তারাও অনুমান করতে পারেননি।

গতকাল বৃহস্পতিবার সকালে ওসি মরিুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এলাকার ইউপি সদস্য শামীম তালুকদার ও লোকজনের বরাত দিয়ে জানান, আটক মহিলা একজন মস্তিস্ক বিকৃত লোক। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। এলাকায় তার পাগলামির অনেক তথ্য জানা গেছে। তার ভাই এজন মুক্তিযোদ্ধা ছিলেন। রাইফেলের গুলিটি অনেকে পুরোনো। গৌরনদী সার্কেলের এএসপি নাঈমুর রহমান আটকদের আগৈলঝাড়া থানায় জিজ্ঞাসাবাদ করে কবর খোড়ার কোন সুনির্দিষ্ট কারণ জানতে না পেরে স্থানীয় ইউপি সদস্য শামীম তালুকদারের জিম্মায় ছেড়ে দেন।

(টিবি/এস/জুলাই ২১,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test