E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

২০১৬ জুলাই ২১ ১৫:৫৭:০৩
ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি :“কিশোরীদের  জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা” এই মূল সুরকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ পালন করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ থেকে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোছা. হাছিনা বেগম, সহকারি কমিশনার (ভূমি), মহসীন মৃধা, প্রকৌশলী কর্মকর্তা মিজানুর রহমান সরদার, কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশফাক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, ইসমাইল হোসেন, খয়েরবাড়ি (ইউপি) চেয়ারম্যান, আবু তাহের মন্ডল প্রমুখ।

শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সফল প্রতিনিধিদের মাঝে সনদপত্র ও পুরষ্কার জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা হয়।

এতে উপজেলাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন পেশা নারী-পুরুষ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে “কিশোরীদের জন্য বিনিয়োগ,আগামী প্রজন্মের সুরক্ষা” প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে প¬্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ল্যাম্ব এর সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্ল¬ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদসহ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, অফিসার ইনচার্জ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হক, পরিসংখ্যান কর্মকর্তা আজাদুল আখতার প্রমূখ।

সভায় মা ও শিশু স্বাস্থ্য রক্ষা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে অবদানের জন্য ইউপি চেয়ারম্যান, ল্যাম্ব নামক এনজিওসহ ৫ জনকে সনদপত্র প্রদান করা হয়।





(এসিজি/এস/জুলাই ২১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test