E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহ আমানতে স্বর্ণসহ যাত্রী আটক

২০১৬ জুলাই ২১ ১৬:৫৪:৩৮
শাহ আমানতে স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২৬ গ্রাম স্বর্ণসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৪৬ লাখ টাকা। 

শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনাকালে সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা যাত্রী মো. নুর উদ্দিনের ল্যাগেজ তল্লাসী করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২৬ গ্রাম।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, স্বর্ণবহনকারী নুর উদ্দিন কোন ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাসী করলে স্বর্ণগুলো পাওয়া যায়।

আটক নুর উদ্দিন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে তিনি স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য।

(ওএস/এএস/জুলাই ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test