E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে মানি রিসিট কেটেও সিডিউল না পাওয়ার অভিযোগ ঠিকাদারদের

২০১৬ জুলাই ২২ ১৩:২১:৩২
মংলা বন্দরে মানি রিসিট কেটেও সিডিউল না পাওয়ার অভিযোগ ঠিকাদারদের

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :মংলা বন্দর কর্তৃপক্ষের একটি নৌযানের যন্ত্রাংশ সরবরাহ এবং মেরামত কাজে অংশ গ্রহণে আগ্রহী ঠিকাদারদের সিডিউল (দরপত্র) না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিডিউল ক্রয় করতে ইচ্ছু ঠিকাদাররা মানি রিসিভ কেটেও  সিডিউল না পেয়ে দায়িত্বে নিয়োজিত উপ প্রধান প্রকৌশলী (নৌ) মোঃ শরীফুল ইসলামের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করেছেন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবরে মেসার্স রেহেনা এন্টারপ্রাইজের মালিক মোঃ আঃ ছালামের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, বন্দর কর্তৃপক্ষের উষা জাহাজের ইঞ্জিন মেরামত ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের জন্য গত ১৯ জুলাই মানি রিসিট (এক হাজার ৫শ টাকার) কেটে ৭ জন ঠিকাদার দুপুর ২ টায় উপ প্রধান প্রকৌশলী (নৌ) মোঃ শরীফুল ইসলামের কাছে গেলে তিনি বিকেল ৪ টায় আসতে বলেন। তার কথা মত ঠিকাদাররা বিকেলে ওই দপ্তরে গেলে সিডিউল তৈরী হয়নি বলে পরের দিন ২০ জুলাই সকালে আসতে বলেন। পরের দিন সকালে ঠিকাদাররা তার কাছে গেলে তিনি সিডিউল না দিয়ে অসৌজন্যমূলক আচরণ ও নানা রকম হুমকি-ধামকি দেয়। ঠিকাদাররা অভিযোগ করে বলেন, উপ প্রধান প্রকৌশলী তার পছন্দের লোককে কাজ দেওয়ার জন্য আমাদেরকে কৌশল করে সিডিউল দেয়নি।

মংলা বন্দরের প্রকৌশলী মোঃ শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোন কথা/মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন সাংবাদিকদের সাথে তার কথা বলার জন্য কর্তৃপক্ষের অনুমতি নেই। তবে এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের মেম্বর (প্রকৌশল ও উন্নয়ন) ও প্রধান প্রকৌশলী (নৌ) মো: আলতাফ হোসেন বলেন, উপ প্রধান প্রকৌশলী (নৌ) মোঃ শরীফুল ইসলাম যদি কেউকে সিডিউল না দিয়ে থাকেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। যারা সিডিউল নিতে আগ্রহী তাদের সকলকেই সিডিউল দেয়ার নির্দেশনা দেয়া আছে। কেউ সেটা ভঙ্গ করলে দায় দায়িত্ব তার উপরই পড়বে। এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।





(এসএকে/এস/জুলাই ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test