E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 কে এই যুবতী?

২০১৬ জুলাই ২২ ১৪:৪২:৫২
 কে এই যুবতী?

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে :উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো কে এই সুন্দরী অষ্টাদশী যুবতী? এটি এখন ময়মনসিংহের গৌরীপুর শহরের অধিকাংশ মানুষের প্রশ্ন। দু’টি প্লাস্টিক ফাইল হাতে ঘুরে বেড়াচ্ছে আর সাংকেতিক চি‎হ্ন দিয়ে কি লিখছে, এ ব্যাপারে কিছু বলছে না। মধ্যরাতে মনুষ্যরূপী উঠতি কিছু যুবক হায়েনার মতো তাড়া করছে। পৌর শহরের নিরাত্তার দায়িত্বে নিয়োজিত কমিউনিটি পুলিশের বিপদখ্যাত, ওই যুবতীকে নিয়ে প্রশাসনেরও কোন উদ্যোগ নেই। কোন প্রশ্ন করলেই, নাম-পরিচয় ভিন্নভিন্ন বলছে। চাল-চলন ও আচারণ অস্বাভাবিক!

বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্যরাত। শহরের কুকুরগুলো ঘেউঘেউ করছে। থেমে থেমে শোনা যাচ্ছে পাহারাদারের বাঁশির হুইসেল। যুবতীটি পাটবাজারে একটি দোকানে বারান্দার একটি বেঞ্চে শুয়ে আছে। ঘুমের ঘোরে মাটিতে পড়ে কাঁদছে। একটু দুরে দাঁড়িয়ে আছে ২০/২৫বছরের ৩/৪টি যুবক। পাহারাদারের তাড়া খেয়ে ওরা পালিয়ে যায়। পাহারাদার নুরুল ইসলাম জানান, ওকে নিয়ে আমরা খুব বিপদে আছি। নীরব জায়গায় গেলেই শহরের মনুষরূপী কুকুর পিছু নেয়। তাই এখান থেকে তাড়াতেও পারচ্ছি না।

সে জানায়, তার নাম প্রিয়া। পিতার নাম মোয়াজ্জেম হোসেন। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গয়েসকিলা মধ্যপাড়া। কখনও বলে সাভার ইপিজেড, কখনও বলে জিরাবন এলাকা। নিজেকে গার্মেন্ট কর্মী বলেও জানায়। বাড়ি যাওয়ার জন্যে বললে, সেখানে যেতেও রাজি হয়নি। ৩ ভাই, ৩ বোন ওরা গার্মেন্ট কর্মী। দু’টি ফাইল বুকে জড়িয়ে রাখলেও কাউকে দেখতে দেয়না। একটি খাতায় সাংকেতিক চি‎েহ্নর কিছু লিখা রয়েছে। এগুলো কি লিখছে, তারও কোন জবাব পাওয়া যায়নি। খুব ক্ষুধার্ত বলায়, রাতের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর কিছুটা স্বাভাবিক আচারণ করেন। তবে কোন প্রশ্নের উত্তর দেননি।

সুন্দরী অষ্টাদশী এই যুবতীকে নিয়ে শহরে জন্ম নিচ্ছে নানা প্রশ্নের। গুলশান ও শোলাকিয়া ঘটনার পর এই আগন্তুক উপস্থিতিকে কারও ধারণা সে ‘গোয়েন্দা’। কারও মতে, জঙ্গী কানেকশান আড়াল করতেও এই ছদ্মবেশ নিতে পারে। অধিকাংশ প্রত্যক্ষদর্শীর মতে, সে মানসিক ভারসাম্যহীন। যেকোন মুর্হুতে পাশবিক নির্যাতনের মতো অপ্রীতিকর ঘটনার শিকার হওয়ার আশংকা রয়েছে!

এ যুবতীটি গৌরীপুর থানায়ও এসেছিল উল্লেখ করে অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম জানান, কি করা যেতে পারে এর সলিউশন আমারও জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার বলেন, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে নিরাপদ হেফাজতে নেয়ার উদ্যোগ নিচ্ছি।



(এসআইএম/এস/জুলাই ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test