E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০-১৩ জুন বিজিবি ও বিজিপির সীমান্ত সম্মেলন

২০১৪ জুন ০৯ ১৫:৪৮:১১
১০-১৩ জুন বিজিবি ও বিজিপির সীমান্ত সম্মেলন

নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের চিফ অব পুলিশ ১০ থেকে ১৩ জুন সীমান্ত সম্মেলনে বসবে। মিয়ানমারের রাজধানী নেইপিদোতে এ সম্মেলন হবে। সোমবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ৯ জুন ঢাকা ত্যাগ করবে। এ দলে বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকবেন।

মিয়ানমার পুলিশের মেজর জেনারেল জ উইন-এর নেতৃত্বে ১৩ সদস্যসের প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে। এছাড়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর উর্দ্ধতন কর্মকর্তা, মিয়ানমারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, মাদক ও শুল্ক বিভাগের শীর্ষ কর্মকর্তা ওই টিমে থাকবেন।

প্রতিবেশী দুই দেশের সীমান্ত পরিস্থিতি উন্নতির করাই এ সম্মেলনের মূল্য উদ্দেশ্য। এ সম্মেলনে বিজিবি সীমান্তে মাদক দ্রব্য বিশেষ করে ইয়াবা ও মদ পাচার প্রতিরোধ, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের কমান্ডারদের মধ্যে সরাসরি (টেলিফোন/মোবাইল ফোনের মাধ্যমে) যোগাযোগ স্থাপন, সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্বনিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করবে।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test