E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জঙ্গি শফিউলের আশ্রয়দাতা আটক

২০১৬ জুলাই ২৩ ১৮:২৩:৫৯
জঙ্গি শফিউলের আশ্রয়দাতা আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনকে (৪৮) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। আনোয়ার হোসেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ এলাকায় জঙ্গি হামলার সঙ্গে জড়িত তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলামের (২২) আশ্রয়তাদা ।

জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরআগে র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সদস্যরা অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকা থেকে শনিবার ভোরে তাকে আটক করে।
আটক আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ার মৃত হাকিম উদ্দিনের ছেলে। আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক।

র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক
(অতিরিক্ত পুলিশ সুপার) মো. নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ এলাকায় জঙ্গি হামলা, গোবিন্দগঞ্জের ব্যবসায়ী অরুণ দত্ত হত্যা, জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যা ও পঞ্চগড়ের মন্দিরের পুরোহিত হত্যায় অংশ নেয়। শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ এলাকায় হামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারের পর শফিউল ইসলাম পুলিশের কাছে চার হত্যার তথ্য জানায়। শফিউল ইসলাম গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থপাড়ার মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাস ভাড়া থাকতো। এ বাসাতে ভাড়া থাকা সময়ে শফিকুল চার হত্যার কিলিং মিশনে অংশ নেয়। এছাড়া ওই বাড়িতেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো।

গ্রেফতার শফিকুলকে গাইবান্ধায় এনে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জিজ্ঞাসাবাদের ফলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণসহ তাদের অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। শফিকুলের তথ্যের ভিত্তিতেই আশ্রয়দাতা হিসাবে আনোয়ারকে আটক করা হয়েছে। শিক্ষক আনোয়ারের স্ত্রী তুহিন বেগম জানান, শফিউল তাঁর ছোট একটি সন্তান ও স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তাঁকে ভাড়াটে হিসেবে চিনতাম। তিনি কি করতেন আমরা জানতাম না।তবে ভাড়া নেওয়ার পর তারা ঘর থেকে তেমন একটা বের হতেন না। এছাড়া আমরা কিছু জানি না। সে সাড়ে ২ মাস আগে বাসা ছেড়ে অন্যত্র চলে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক আনোয়ার হোসেনকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে তকে আদালতে হাজির করা হবে।

(এসআরডি/এএস/জুলাই ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test