E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগর কৃষি ব্যাংক থেকে খোয়া যাওয়া আড়াই লাখ টাকা ছয় দিনেও উদ্ধার হয়নি

২০১৬ জুলাই ২৩ ২১:০৮:৩৮
শ্যামনগর কৃষি ব্যাংক থেকে খোয়া যাওয়া আড়াই লাখ টাকা ছয় দিনেও উদ্ধার হয়নি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর কৃষি ব্যাংক থেকে  খোয়া  যাওয়া দুই লক্ষাধিক টাকা গত ছয় দিনেও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। তবে তারা বলছেন হারানো টাকা ব্যাংকের নয় ,  তিন জন গ্রাহকের । ঋণ শোধ হিসাবে জমা দিতে  এসেছিলেন তারা।

গত ১৮ জুলাই শ্যামনগর কৃষি ব্যাংকে সিসি (ক্যাশ ক্রেডিট ) এর টাকা পরিশোধ করতে দুই লাখ টাকা নিয়ে আসেন সামসুর রহমান নামের একজন গ্রাহক। তিনি ব্যাংকে ভিড় দেখে টাকার বান্ডেলটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাবিবুল্লাহের কাছে জমা রাখেন । কিছু সময় পর এসে জমা স্লিপ নিয়ে যাবেন বলে জানান তিনি ।

ব্যাংক অফিসার হাবিবুল্লাহ জানান তিনি এই টাকাসহ মোট দুই লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংকের কমপিউটার ম্যান অরুন মন্ডলের টেবিলে রেখে অন্য কাজে মগ্ন হন। অরুন মন্ডলও টাকার বান্ডেল রেখে পাশের একটি টেবিলে জরুরি কাজে যান। এই ফাঁকে পুরো টাকা খোয়া যায় ।
হাববুল্লাহ আরও জানান এই টাকার প্রাথমিক দায়িত্ব তার ওপর পড়েছে। অরুন মন্ডলও এজন্য দায়ী। বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানানোর পর থেকে টাকা খোঁজাখুঁজি চলছে। তবে গত ছয় দিনেও তার হদিস মেলানো যায়নি।




(আরএনকে/এস/জুলাই ২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test