E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না : শিল্পমন্ত্রী

২০১৬ জুলাই ২৪ ১৩:৫৬:২৯
বাংলাদেশে জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না : শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি :বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৪ সালে যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাই ২০১৫ সালে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। আজকে সেই অপশক্তির আশ্রয়-প্রশ্রয়ও প্ররোচণায় নতুনভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছিল। সরকারের কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।

আজ রবিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য বিভাগ আয়োজিত উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও সফল চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিক নিজের ও দেশের সার্থে ঐক্যবদ্ধভাবে অপশক্তি ও জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করতে হবে। জঙ্গিবাদ দমনে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ঝালকাঠি সদর উপজেলার সফল পাঁচজন মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে শিল্পমন্ত্রী সদর উপজেলার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।






(ওএস/এস/জুলাই ২৪,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test