E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

“শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সম্পন্ন

২০১৬ জুলাই ২৪ ২১:৩৪:১২
“শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সম্পন্ন

আল ফয়সাল বিকাশ, বান্দরবান :বান্দরবানের দুর্গম থানছি উপজেলার বলিপাড়া ও থানছি সদর ইউনিয়নে “শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ্যাক্টিভেশন ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়েছে।

রবিবার উপজেলার গুরুত্বপুর্ণ ৩টি স্থানে এ্যাক্টিভেশন ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে কমিউনিটি ক্লিনিক সম্পর্কে সরকারের নানা সাফল্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে একটি ব্র্যান্ডিং। এই সাফল্য প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠির কাছে পৌছে দিতে এই ক্যাম্পেইন মাইলফলক।

কমিউনিটি ক্লিনিকের এ্যাক্টিভেশন ক্যাম্পেইন উপলক্ষে রবিরার বিকেলে থানছি উচ্চ বিদ্যালয়ে এক সভা থানছি প্রেসক্লাবের সভাপতি মংবোংচিং মারমা অনুপম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন প্রেস ইউনিটি বান্দরবান’র সভাপতি আল ফয়সাল বিকাশ, স্থানীয় সাংবাদিক ছহ্লা মং মারমা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠি স্বাস্থ্য সেবার আওতায় এসেছে। জনগণ বাড়ীর কাছেই নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন, পরিবার পরিকল্পনা গ্রহনসহ স্বাস্থ্য বিষয়ে সব ধরনের সেবা ও বিনামুল্যে ওষধ পাচ্ছেন। ফলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে এসেছে। বক্তারা প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং জনগণকে কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা গ্রহনের আহবান জানান।

এদিকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে পৃথকভাবে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কনফারেন্স হলে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানছি স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ গাজী মোঃ এমরান হোসেন। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আক্তার আহমদ, নার্সিং সুপারভাইজার সুচরিতা কানুনগোয়সহ সাংবাদিক ও জনপ্রতিনিধিরা ।

এ ছাড়াও সকালে বলিপাড়া ইউনিয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ইউপি চেয়ারম্যান বাশৈচিং চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আক্তার হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়কারী রেইনবো ত্রিপুরা, বলিপাড়া কৃষি মাঠ সহায়ক প্রেমুজ ত্রিপুরা, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্রাথুই মারমা, বাজেরুং ত্রিপুরা, বলিপাড়া স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্যসহকারী এ ম্যা নু মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ইউনিটি বান্দরবান এর সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ। সার্বিক সহযোগিতায় ছিলেন আরটিভি প্রতিনিধি ও প্রেস ইউনিটি বান্দরবান’র সহসভাপতি মোঃ শাফায়েত হোসেন।

পৃথক আয়োজিত সভায় বক্তারা বলেন, থানছি অত্যন্ত দুর্গম এলাকা। রেমাক্রী ও তিন্দু এই ২টি ইউনিয়নে যাতায়াত নৌ পথে। বছরের অধিকাংশ সময় নৌ পথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে অনেক এলাকার মানুষ এখনো স্বাস্থ্য সেবা থেকে সম্পুর্ণ বঞ্চিত। তাদেরকে স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য দুর্গম ঐসব এলাকায় কমিউনিটি ক্লিনিক বাড়ানো প্রয়োজন।

এ ছাড়াও জনগণের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আরো সচেতন করে তোলার জন্য মাঠ পর্যায়ে সেমিনারের উদ্যোগ গ্রহন করার আহবান জানান ।

অনুষ্ঠানে স্থানীয় সংগীত পরিবেশন করেন বিথীকা চাকমা,রোজিনা চাকমা ও রিতা চাকমা ।



(এএফবি/এস/জুলাই ২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test