E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি’র নির্দেশের পরেও নির্মাণ হয়নি স্কুলে যাওয়ার সড়ক

২০১৬ জুলাই ২৫ ১৮:০৫:৪৫
এমপি’র নির্দেশের পরেও নির্মাণ হয়নি স্কুলে যাওয়ার সড়ক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশের পরেও শিশুদের জন্য স্কুলে যাবার সড়কটি আজও পাকা করণ হয়নি।

সরেজমিনে উপজেলার গৈলা গ্রামের দক্ষিণ গৈলা কিন্টার গার্ডেনে কোমলমতি শিশু শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের জন্য পাশ্ববর্তি পাকা সড়ক থেকে শিশু স্কুলের আনুমানিক ৩শ মিটার দুরত্বর ওই সড়কটি উপেক্ষিতই রয়ে গেছে।

বর্ষা মৌসুমে প্রতি বছর সড়কটিতে কাঁদার কারণে শিশুদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যায়। জন গুরুত্বপূর্ন সড়কটি নির্মানের জন্য স্থানীয়রা ৪নং মডেল গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর কাছে আবেদন নিবেদন করলেও সড়ক পাকা করণে তিনি কোন ব্যবস্থা নেননি।

সর্বশেষ ভুক্তভোগীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর কাছে সড়কটি নির্মানের আবেদন করেন। এমপি তৎকালীন চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুকে সড়কটি অতি দ্রুত নির্মানে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করলেও লাল্টু সড়ক পাকা করনের জন্য তালবাহানা করে কোন প্রকল্প থেকেই সড়ক পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করেন নি। গত ইউপি নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন।

এ ব্যাপারে ৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন বলেন, এমপির নির্দেশ বাস্তবায়ন করতে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করা হবে।

(টিবি/এএস/জুলাই ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test