E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে ডায়াগনষ্টিক সেন্টার মালিককে জেল ও জরিমানা

২০১৬ জুলাই ২৬ ১৬:৪১:৫৮
চাটমোহরে ডায়াগনষ্টিক সেন্টার মালিককে জেল ও জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসদরের কলেজ গেট এলাকায় মঙ্গলবার দুপুরে সনি ডায়াগনষ্টিক সেন্টার মালিক সরকারি হাসপাতলের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) আবু ছালেককে এক বছরের জেল ও  লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গ্রাহকের সাথে প্রতারনা, অবৈধ উপায়ে রক্ত সংরক্ষন ও গ্রাহকের জীবন বিপন্ন করার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সনি ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ও পাবনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো. আবু ছালেক। সে চাটমোহর পৌরসদরের নারিকেল পাড়া মহল্লার আলহাজ্ব শুকুর আলীর ছেলে।

ডায়াগনষ্টিসে অভিযানের সময় ফ্রিজে রক্ত, মাছ, শাকসবজি, রি-এজেন্টসহ বিভিন্ন মেডিসিন জব্দ করা হয়।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান জানান, সনি ডায়াগনষ্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে মাদক আসক্তদের কাছ থেকে রক্ত নিয়ে বিক্রি, রোগ নির্ণয়নের নামে গ্রাহকের সাথে প্রতারনা করার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯/২ এর ৫২ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক পরিচালনা আইনে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পরে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

(এসএইচএম/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test