E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

২০১৬ জুলাই ২৬ ১৮:০০:১০
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তা পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে যৌন হয়রানীর প্রতিবাদে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে তাদের অভিভাবকদের নিয়ে ঢাকা-রংপুর মাহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য জামিরুল ইসলাম, অভিভাবক আব্দুর রাজ্জাক সরকার, সিরাজুল ইসলাম, নুরভানু, বেলাল মেম্বার প্রমুখ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলীর অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি সামছুদ্দিন ভেলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং নিয়ম মেনেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামও ঘটনার সত্যতা জানান এই শিক্ষক যে ঘটনা ঘটিয়েছে তা নি:সন্দেহে কলঙ্কজনক। বিদ্যালয়ের স্বার্থেই এ বিষয়ে আমরা ম্যানেজিং কমিটি ও কর্তৃপক্ষকে অবহিত করিছি।

উল্লেখ্য, শিক্ষক ইউসুফ আলী গত ১৬/০৭/২০১৬ইং তারিখে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে যৌন হয়রানী করে।

(এসআরডি/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test