E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রতিষ্ঠান পরিচালকদের নিয়ে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল

২০১৬ জুলাই ২৭ ১৪:৩০:২৩
আগৈলঝাড়ায় প্রতিষ্ঠান পরিচালকদের নিয়ে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):“হটাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ।” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস আর নৈরাজ্যর প্রতিবাদ জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, মসজিদ, মন্দির ও গীর্জা কমিটির পরিচালকদের নিয়ে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ওই স্কুলের সভাপতি ও প্রতিবাদ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আঃ ছাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। সভাশেষে উপজেলা সদরে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, আ’লীগ নেতা ড. নীলকান্ত বেপারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, সাবেক চেয়ারম্যান দুলাল দাসগুপ্ত, আবু সালেহ লিটন, বাগধা স্কুল এ্যান্ড কলেজ সভাপতি আবুল বাশার হাওলাদার, প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সুনীল বাড়ৈ, নির্মলেন্দু বাড়ৈ, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ সন্ডল, ছাত্রলীগ সাবেক সভাপতি আজাদ সেরনিয়াবাত, চেয়ারম্যান বিপুল দাস, মুফতি আলহাজ্ব মইনুল ইসলাম প্রমুখ।

অপরদিকে একই দিন বিকেলে বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজে হল রুমে জঙ্গিবাদ, সন্ত্রাস আর নৈরাজ্যর প্রতিবাদ জানিয়ে রাজিহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জগদীশ ভক্তর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহিলা আ’লীগ নেত্রী মলিনা রানী রায়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, আ’লীগ নেতা আবু সালেহ লিটন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক লিটন হাওলাদার, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন বাড়ৈ, সম্পাদক সৌরভ মোল্লা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদ ভিপি রাজীব ঘটক, ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিক তালুকদার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মুরাদ সিকদার প্রমুখ।


(টিবি/এস/জুলাই ২৭,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test