E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের এসিড দগ্ধ রিনা খুঁজে পেয়েছে বেঁচে থাকার স্বপ্ন

২০১৬ জুলাই ২৭ ১৮:৩২:২৮
বরিশালের এসিড দগ্ধ রিনা খুঁজে পেয়েছে বেঁচে থাকার স্বপ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এসিড দগ্ধ অসহায় ভূমিহীন রিনা বেগম আজ খুঁজে পেয়েছেন বেঁচে থাকার স্বপ্ন। কারও উপর নির্ভরশীল না হয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় রিনা এখন স্বাবলম্ভী হওয়ার স্বপ্নে বিভোর। বুধবার সকালে দগ্ধ রিনা বেগমের নামে ৪০ হাজার টাকায় ৩৫ শতক জমি বন্ধকের চুক্তিপত্র তার হাতে প্রদান করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের প্রত্যন্ত কলাবাড়িয়া গ্রামের।

জানা গেছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাক, এসিড সারভাইডারস্ ও আল-খায়ের ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় কলাবাড়িয়া গ্রামের মজিবর রহমান খলিফার ৩৫ শতক জমি ৪০ হাজার টাকায় এসিড দগ্ধ রিনা বেগমের নামে বন্ধক রাখা হয়। তিন ফসলী ওই জমি চাষাবাদের মাধ্যমে সোনালী ফসল ঘরে তুলে স্বাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন ভূমিহীন রিনা।

তার (রিনা) নামে রাখা ওই জমির বন্ধকী চুক্তিপত্র হস্তান্তর উপলক্ষে নলচিড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে বুধবার বেলা এগারোটায় অনুষ্ঠিত আলোচনা সভার ইউপি সদস্য রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা প্রকল্প অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন, ব্র্যাকের সামাজিক উন্নয়ন প্রকল্পের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আসাদুল হক আসাদ, সারভাইডারস্ ফাউন্ডেশনের অফিসার জহিরুল ইসলাম, হ্যাঙ্গার প্রজেক্টের আগৈলঝাড়া উপজেলা কো-অডিনেটর সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা ম্যানেজার কালাচাঁদ দাস অসিত, উপজেলা প্রতিনিধি সঞ্জীব হালদার, সারভাইডারস্ রিনা বেগম প্রমুখ। সভার শুরুতে এসিড দগ্ধ রিনা বেগমের হাতে অতিথিরা বন্ধকী জমির চুক্তিপত্র হস্তান্তর করেন।

উলে¬খ্য, স্বামী সামচুল হক হাওলাদারের দ্বিতীয় বিয়েতে বাঁধা দেয়ায় ২০১৪ সালের ১৫মে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের বেড়া ভেঙ্গে কলাবাড়িয়া গ্রামের দিনমজুর আউয়াল খলিফার কন্যা ৫ সন্তানের জননী রিনা বেগমের (৪০) ওপর এসিড নিক্ষেপ করে স্বামী ও তার এক সহযোগী। এতে রিনা বেগমের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। শুরু থেকে অদ্যাবধি ব্র্যাকের সহযোগীতায় এসিড দগ্ধ রিনা বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে এসিড সারভাইডারস্ ফাউন্ডেশন।

(টিবি/এএস/জুলাই ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test