E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে নদীর পাড়ে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, মামলা

২০১৪ জুন ০৯ ১৮:৫৪:৫০
রায়পুরে নদীর পাড়ে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, মামলা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধুকে তিন বখাটে কর্তৃক গণধর্ষণ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে উপজেলার চরকাছিয়া গ্রামের টুনিরচর এলাকার মেঘনা নদীর পাড়ে।

সোমবার দুপুরে ওই গৃহবধুকে ডাক্তার পরীক্ষা ও থানায় মামলা করা হয়েছে। এদিকে সোমবার সকাল ১১ টায় পৌর শহরের দেনায়েতপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার সময় সুজন দাস (২৬) নামে নাপিতকে গণপিটুনি ও তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে স্থানীয় বখাটে রুবেলের নেতৃত্বে কয়েজন নামধারী যুবলীগ কর্মী ছেড়ে দেয়ায় ঘটনা ঘটেছে।

মামলার আসামী বখাটে ধর্ষকরা হলো- দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের টুনিরচর এলাকার আহাম্মদ গাজীর ছেলে মালেক গাজী (২২), আবুল কালামের ছেলে শাহজালাল (২০) ও আব্দুল মালেক মাঝির ছেলে মো. রফিক (২৫)।

গৃহবধূর দায়ের করা মামলার এজাহারে জানা যায়, রোববার রাত ১০ টায় তিনি প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। এসময় ওঁতপেতে থাকা একই এলাকার বখাটে মালেক গাজী, শাহাজালাল ও রফিক গৃহবধুকে মুখ বেধেঁ টুনুর চর এলাকার মেঘনা নদীর পাড়ে নিয়ে যায়। পরে তার তিনজনে উপর্যপুরি গৃহবধুকে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গৃহবধূকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে সংবাদ দেয়। এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুর ১২ টায় তিন বখাটেকে আসামী করে রায়পুর থানায় মামলা করেন।

গণধর্ষনের ঘটনায় অভিযুক্ত মামলার আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

এদিকে- সোমবার সকাল ১১ টায় পৌর শহরের দেনায়েতপুর গ্রামের টিসি সড়কের প্রবাসীর খলিলের বাড়া বাসায় রিক্সা চালকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে পাশবর্তী হিন্দু পরিবারের নাপিত জামাতা সুজন দাস। এঘটনায় স্থানীয় লোকজন গণপিটুনি আটক করে পুলিশে সংবাদ দিলে এসময় স্থানীয় রুবেলসহ নামধারী যুবলীগের কয়েজন কর্মী মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করে লম্পটকে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেয়।

এঘটনায় ওই এলাকার হাজীবাড়ীর আবদুল আজিজের ছেলে রুবেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসব ঘটনা স্থানীয় লোকজন ছাড়া পুলিশ মিমাংশা করতে পারে না।

রায়পুর উপ-পরির্দশক মো. ফোরকান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গৃহবধূকে গণধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্য গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনায় খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test