E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এবার চাটমোহরে ঘুষের টাকা ফেরত

২০১৬ জুলাই ২৮ ১২:০১:৪৩
এবার চাটমোহরে ঘুষের টাকা ফেরত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) নাকিবুল্লাহ ও অফিস সহায়ক ইউনুছ আলীর যোগসাজসে নেয়া ঘুষের টাকা অবশেষে ফেরত দিলেন তারা।

উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত বাদল প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী জমির খাজনা খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসে যায়। এসময় কাগজ দেখে নানা অজুহাত দেখিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) নাকিবুল্লাহ ও অফিস সহায়ক ইউনুছ আলী টালবাহানা করতে থাকে।

পরে ৭শ’ টাকার সরকারী ফি’র বিপরীতে ২০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন দু’জন। বিষয়টি ভূক্তভোগী এসিল্যান্ডকে জানান।

এসিল্যান্ড মো. মিজানুর রহমান দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দূর্ণীতি করার অভিযোগ তদন্ত করে জালিয়াতির সত্যতা পান। ভূক্তভোগীকে সরকারী ফি রেখে ঘুষের ১৯ হাজার ৩শ’ টাকা গত সোমবার ফেরত দেবার ব্যবস্থা গ্রহন করেন। এছাড়া অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের বরাবর প্রেরণ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, আমি চাটমোহরে যোগদানের পর থেকে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের জনগণকে হয়রানী না করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি কোন অনিয়ম, দূর্ণীতির সাথে জড়িত থাকলে এবং সেবা প্রত্যাশী জনসাধারণের নিকট থেকে কোন প্রকার অতিরিক্ত অর্থ আদায় করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে বলেও সাবধান করেছিলাম।










(এসএইচএম/এস/জুলাই ২৮,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test