E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিরিরবন্দরে শিক্ষক রফিকুলকে হত্যার ঘটনায় মামলা দায়ের

২০১৬ জুলাই ২৮ ১২:১১:৩১
চিরিরবন্দরে শিক্ষক রফিকুলকে হত্যার ঘটনায় মামলা দায়ের

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের চিরিরবন্দরের  মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় গত ২৬জুলাই মঙ্গলবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩জুলাই শনিবার দিবাগত রাতে আব্দুলপুর ইউনিয়নের আবু হোসেন শাহ এর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল হক (৫০), একই ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের আলহাজ্ব হাচিম উদ্দীন হাইসোর ছেলে মহসিন আলী (৪৭) ও অমরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ মাসুদ সরকার (৪৫) যোগসাজশ করে উপজেলার চিরিরবন্দর হাটখোলা এলাকার মৃত আলহাজ্ব খবির উদ্দীন সরকার (মনজুর হাজী) এর ছেলে শিক্ষক রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে বাড়ী থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে।

এ ঘটনায় গত ২৬জুলাই মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী লায়লা আরজুমান্দ বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৬।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক মাসুদকে ওই মামলায় করা হয়েছে। অন্য পলাতক ২ জনকে আটক করার জন্য প্রচেষ্টা চলছে।

নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, ইতিমধ্যে পলাতক উক্ত ২জন ঢাকায় পালিয়ে যায়। আগামী ৫আগষ্ঠ আবু হোসেন শাহের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল হকের আমেরিকা যাওয়ার দিনক্ষণ ঠিক রয়েছে।

উল্লেখ্য গত গত ২৩জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টায় উপজেলার কারেন্টহাট বাজারের জয়নাল মাষ্টারের জামাই ও দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে মাসুদ (৪২) তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।

গত ২৫জুলাই সোমবার দুপুর ১টায় আত্রাই নদীর তালপুকুর ঘাট হতে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়।

নিহত শিক্ষক রফিকুল ইসলামেরস্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত

এদিকে নিহত কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামের স্মরণে গতকাল বুধবার দুপুরে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিস কক্ষে সভাপতি প্রভাষক মেজবাহুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারী শিক্ষক রফিকুল ইসলামের স্মরণে শোক ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ব্যবস্থাপক জেসমিন আকতার, সহসভাপতি আয়েশা খাতুন,সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়াও সদস্যভূক্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

(এসিজি/এস/জুলাই ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test