E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খবর প্রকাশের পর পঙ্গু ভিক্ষুক রামহরিকে হুইল চেয়ার প্রদান

২০১৬ জুলাই ২৮ ১৩:৪৯:৫২
খবর প্রকাশের পর পঙ্গু ভিক্ষুক রামহরিকে হুইল চেয়ার প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের সেই পঙ্গু ভিখারি রাম হরিকে হুইল চেয়ার কিনে দিলেন জাকির হোসেন নামের এক ব্যাক্তি। জাকির হোসেন ঢাকার মিরপুরের বাসিন্দা। সোমবার(২৭জুলাই) জাকির হোসেনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার হুইল চেয়ারটি রামহরির কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা রামহরি পেটের দায়ে সে দেশের বিভিন্ন স্থানে হুইল চেয়ারে ভিক্ষা করতো। একমাস আগে রাতে ঘুমানোর সময় তার হুইল চেয়ারটি চুরি হয়ে যায়। ফলে বিপাকে পড়ে সে। আশ্রয় নেয় গৌরীপুর পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে। এরপর এখানেই শুয়ে থেকে খুব কষ্টে তার রাত দিন কাটতো।

এদিকে রাম হরির হুইল চেয়ার চুরি ও দূরাবস্থার বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাদ্যমে খবর প্রকাশিত হয়। সংবাদটি পাঠক মহলে বেশ আলোড়ন তুলে। জাকির হোসেন নামের একজন পাঠক সংবাদটি পড়ে রামহরিকে একটি হুইল চেয়ার দেওয়ার ইচ্ছা পোষণ করে।

বুধবার দুপুরে ডাকযোগে প্রেরিত জাকির হোসেনের হুইল চেয়ারটি সাংবাদিক রাকিবুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার উপজেলা পরিষদ আমতলা চত্বরে রামহরির কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোর্শেদুল হাসান, সাংবাদিক ম.নূরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, শামছুল হক, সাংবাদিক আলী হায়দার রবিন, রইছ উদ্দিন প্রমুখ।








(ওএস/এস/জুলাই ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test