E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুর ৬ সদস্য জামিনে মুক্ত 

২০১৬ জুলাই ২৯ ১৪:০১:২৬
সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুর ৬ সদস্য জামিনে মুক্ত 

শেখ আহ্সানুল করিম, বাগেরহাট :সরকারের কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী ১০ সদস্যের মধ্যে ৬ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মো. ফজলুল হক এসব বনদস্যুদের জামিন মঞ্জুর করার পর বৃহস্পতিবার বিকালে বাগেরহাট কারাগার থেকে তারা মুক্তি পান।

অস্ত্র আইনে করা এ মামলায় মাস্টার বাহিনীর ১০ সদস্যের সকলের জামিন হলেও বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন. সুমন সরদার ও মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় তারা কারাগার থেকে মুক্তি পাননি।

বনদস্যু মাস্টার বাহিনী জামিন প্রাপ্ত ছয় বনদস্যুর মধ্যে রয়েছে, বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার ইসমাইল খাঁনের ছেলে মো. সুলতান খাঁন, একই এলাকার আহাদ আলী শেখের ছেলে মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সফরুল শেখের ছেলে সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার মো. মতলেব শেখের ছেলে শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও একই এলাকার আসাদুল ইসলাম কোকিল।

আসামী পক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু জানান, গত ৩১ মে মংলায় বন্দরের বিএফডিসির জেটিতে ৫২টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদসহ বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার অন্য ৯ বনদসু দেও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্ত্র ও গোলাবারুদসহ মাস্টার বাহিনীর যে ১০ সদস্য আত্মসমর্পনের বিষয়টি আদালত বুঝতে পেরে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছে। ##



(এসএকে/এস/জুলাই ২৯,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test