E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াগাতি থানা শাখার সম্মেলন উদ্বোধন করলেন লাকি আক্তার

২০১৬ জুলাই ২৯ ১৯:৫৩:০৮
নড়াগাতি থানা শাখার সম্মেলন উদ্বোধন করলেন লাকি আক্তার

নড়াইল প্রতিনিধি :ছাত্র ইউনিয়ন নড়াইলের নড়াগাতি থানা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নড়াগাতি বাজার এলাকায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও গণজাগরণ মঞ্চের নেত্রী লাকি আক্তার।

ছাত্র ইউনিয়ন নড়াগাতি থানার আহবায়ক জোবায়ের আল মাহামুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরের নেতা দীপক শীল, সিপিবির জেলা সভাপতি খন্দকার শওকত, সাধারণ সম্পাদক বিএম বরকত উল্লাহ, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা হীরক পাশা, প্রবীর রায়, সিরাজুল ইসলাম শিমুল, আরিফ শেখ সোহেল প্রমুখ।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেছেন, সারাদেশে জঙ্গিবাদের যে ধরণের তৎপরতা চলছে, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধের সংস্কৃতি বিনির্মানের মধ্য দিয়ে এ ধরণের অপতৎরতা রুখে দেয়া সম্ভব। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে নড়াইলের নড়াগাতি বাজার এলাকায় ছাত্র ইউনিয়ন নড়াগাতি থানার শাখার প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লাকি আক্তার আরো বলেন, শিক্ষা আজ একটি পণ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিকরণ ধীরে ধীরে অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ব্যবস্থায় ধনী-গরিবের বৈষম্য সৃষ্টি হয়েছে। আর এ বৈষম্যের কারণে আজকের সমাজে নানা ধরণের কাঠামো তৈরি হয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানভিত্তিক অসম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

পরে সম্মেলনকে স্বাগত জানিয়ে নড়াগাতি বাজার এলাকায় মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। দ্বিতীয় পর্বে কমিটি গঠনের কথা রয়েছে।

(টিএআর/এস/জুলাই ২৯,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test