E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পুলিশের উপর হামলাকারীদের ৯জন গ্রেফতার

২০১৬ জুলাই ৩০ ১৫:৩০:৫২
বরিশালে পুলিশের উপর হামলাকারীদের ৯জন গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার গৌরনদী মডেল থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৪০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শুক্রবার রাতে ৯জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামের মোকসেদ সরদারের ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি লিটন সরদারকে (৩৫) শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। ওসি আরও জানান, লিটন সরদারকে হ্যান্ডকাপ পরিয়ে থানার এসআই তাহিদুল্লাহ তাহিদ ও কনস্টবল আনিসুর রহমান আনিস থানায় আনার সময় ঠাকুরবাড়ি এলাকায় পৌছলে তাদের গতিরোধ করে ৩৫/৪০ জন নারী-পুরুষ। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই তাহিদ ও কনস্টেবল আনিসকে মারধর করে হামলাকারীরা হ্যান্ডকাপসহ লিটনকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় আহত এসআই তাহিদ ও কনস্টবল আনিসকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।

ওইদিন রাতে থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া আসামির পিতাসহ ৯জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রাতেই ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওসি আরও জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ছিনিয়ে নেয়া আসামি লিটনকে গ্রেফতারসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এনএস/এস/জুলাই ৩০,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test