E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগাছায় পুরোহিতকে হত্যার হুমকি, সন্দেহভাজন যুবক আটক

২০১৬ জুলাই ৩০ ১৯:১২:৪৯
পীরগাছায় পুরোহিতকে হত্যার হুমকি, সন্দেহভাজন যুবক আটক

বগুড়া প্রতিনিধি : জঙ্গি সংগঠন আইএসের নামে চিঠি দিয়ে বগুড়ার পীরগাছায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় আশরাফুল ইসলাম নামে সন্দেহভাজন এক কলেজছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক আশরাফুল গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামের কাবেজ উদ্দিনের ছেলে। তিনি সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের স্নাতক (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিবমন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীকে হত্যার হুমকি দিয়ে জঙ্গি সংগঠন আইএসের নামে গত বুধবার একটি চিঠি দেয়। এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার সকালে কে বা কারা একই ধরনের হুমকি দিয়ে আইএসের নামে আরেকটি চিঠি মন্দিরে রেখে আসে। এ সময় কলেজছাত্র আশরাফুল ইসলামকে মন্দিরের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, পুলিশ সন্দেহভাজন ওই যুবককে থানায় এনেছে। এখন এটি যাচাই-বাছাই করে দেখার পর বলা যাবে সে আসলে এ কাজে জড়িত কি না।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test