E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

২০১৬ জুলাই ৩১ ১৩:০৫:৪৪
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):“হটাও জঙ্গী, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ।” এই শ্লোগানকে সামনে রেখে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে গতকাল রবিবার বেলা এগারোটায় আগৈলঝাড়া উপজেলা সদর রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বানে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন পাঁচটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণ জাগরণ মঞ্চ, শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী, সদর বাজার ব্যবস্থাপনা কমিটি, প্রশাসনসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের জনগণ।

মানববন্ধন শেষে উপজেলা কমান্ডার আইউব আলী মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, ডা. আব্দুল হাকিম, ইউনিট সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আ. কাদের সরদার, সিরাজুল হক সরদার, মোজাম্মেল হক হাওলাদার, তাজুল ইসলাম সরদার, মুক্তিযোদ্ধা সন্তান, উপজেলা গণ জাগরণ মঞ্চের আহ্বায়ক ও চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জঙ্গীরা ইসলাম নয়। ইসলাম শান্তির ধর্ম। এরা দেশ ও জাতির জন্য অশান্তি বয়ে এনেছে। তাই এরা দেশ ও জাতির শত্রু। ’৭১ জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে যেভাবে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে ডাকে সারা দিয়ে পাকিস্থানীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাঙ্গালীরা যুদ্ধে নেমেছিল, ঠিক তেমনি নতুন করে জঙ্গীদের বিরুদ্ধেও সকলকে একযোগে যুদ্ধে নামতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, অনেক আগেই স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধা কমান্ডের নিকট রাজাকারদের একটি তালিকা প্রণয়নের আহ্বান জানানো হলেও কমান্ড কাউন্সিল আজও তা পূর্নাঙ্গ করেনি। সত্তর তারা রাজাকারদের তালিকা প্রণয়নের আহ্বান জানিয়ে আরও বলেন, নতুন প্রজন্ম তা না হলে রাজাকার ও তাদের সন্তানদের চিহ্নিত করতে পারবে না।


(টিবি/এস/জুলাই ৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test